আমুদরিয়া নিউজ : ২০২৪ সালে ভারতে লোকসভা ভোট হয়েছে। তাতে কত ভোট পড়েছে, কত ভোট গোনা হয়নি, কত নোটা সেই তথ্য সামনে আনল নির্বাচন কমিশন। দেশে এবার ভোটার ছিল ৯৭ কোটি ৯৮ লক্ষ। গত লোকসভা ভোটের চেয়ে কয়েক কোটি বেশি ভোটার। ভোট পড়েছে ৬৪ কোটি ৬৪ লক্ষটি। কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে সব মিলিয়ে প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট গোনা হয়নি। তা ত্রুটিপূর্ণ বলে বাতিল করা হয়েছে। তার মধ্যে প্রায় ১০ হাজার ভোট ভুয়া বলে জানানো হয়েছে।