আমুদরিয়া নিউজ : গোল্ডেন উইক জুড়ে ধর্মস্থান হোক কিংবা প্রাকৃতিক মনোরম পরিবেশ, ছোট গ্রাম হোক কিংবা জুয়া খেলার ঠেক শহর ম্যাকাও চিনাদের উপচেয়ে পরা ভিড় সর্বত্র। কি এই গোল্ডেন উইক?
চিনাদের মধ্যে বছরের তিনটি ভাগে ৭ অথবা ৮ দিন জুড়ে ছুটি চলে। এই সপ্তাহগুলো একটি আসে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। একটি আসে শ্রম দিবস অর্থাৎ ১লা মের সময়। আরেকটি আসে শরৎকালে সাধারণত অক্টোবর মাস নাগাদ। এই বছর অক্টোবর মাসে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। পর্যটকদের মধ্যে কম খরচে ভালো ঘোরার একটি প্রবণতা বেশি। বিদেশ ভ্রমণ হিসেবে থাইল্যান্ড যাওয়ার হিড়িকও আছে চিনে।