দু বছরে ওড়িশায় চিতাবাঘের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ
আমুদরিয়া নিউজ : চোরাশিকারিদের দৌরাত্ম্য কমাতে বাড়তি কড়াকড়ির ফল মিলেছে ওড়িশায়। সেখানে দু বছরের মধ্যে চিতাবাঘের সংখ্যা ২২ শতাংশ বেড়েছে। ২০২২ সালে ওড়িশার বনাঞ্চলে চিতাবাঘ গণনায় দেখা গিয়েছিল ৫৬৮টি রয়েছে। ২০২৪ সালের গণনায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ৬৯৬টি।
সিমলিপাল অভয়ারণ্যেই বেশি খোঁজ মিলেছে।