আমুদরিয়া নিউজ : উত্তরাখণ্ড মাদ্রাসা এডুকেশন বোর্ড সে রাজ্যের ৪১৬টি মাদ্রাসায় সংস্কৃতি পড়ানো বাধ্যতামূলক করছে। বর্তমানে আরবি শেখানো হয়। সঙ্গে অন্যান্য ভাষার তালিমও নেন অনেকে। এবার সংস্কৃত আবশ্যক করা হল। ওই মাদ্রাসা বোর্ড এনসিইআরটির সিলেবাস মেনে চলে। সেখানে সাফল্যের হার দারুণ।
