আমুদরিয়া নিউজ ডেস্ক : ২রা অক্টোবর ছিল জাতির জনক গান্ধীজির জন্মদিন। এবছর ছিল গান্ধীজীর ১৫৫ তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার পাটনায় বাপু টাওয়ারকে উৎসর্গ করলেন মহাত্মা গান্ধীকে।
এই পাঁচতলা টাওয়ারটি তামার তৈরি এবং এতে গান্ধীজির জীবনের নানা ঘটনা, তাঁর ব্যবহৃত সামগ্রী এবং চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কিত যাবতীয় নথি এবং মূল্যবান কিছু জিনিস রাখা আছে। বাপু টাওয়ার গ্রাউন্ড ফ্লোরে টার্ন টেবল থিয়েটার শো দেখানো হয়। এটি বানাতে খরচ হয়েছে ৪৫ কোটি টাকা।