আমুদরিয়া নিউজঃ সম্প্রতি দুটি জুনিয়র হাই মাদ্রাসার অনুমোদন মিলেছে কোচবিহার জেলায়। তারই একটির উদ্বোধন হল শনিবার। এদিন কোচবিহার ১ নং ব্লকের ডাউয়াগুড়ি ভোজন পুরে ওই মাদ্রাসা স্কুলের উদ্বোধন হয়। শনিবার অনুমোদন প্রাপ্ত আনিউল্লা জুনিয়র হাই মাদ্রাসার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, শ্রমিক নেতা পরিমল বর্মন, কিষান খেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিঞা সহ আরও অনেকে। এই মাদ্রাসা স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পঠনপাঠন করতে পারবে। জানা গিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা সুবিধার্থে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডাউয়াগুড়ি ভোজন পুর এলাকায় একটি জুনিয়র হাই মাদ্রাসা স্থাপনের জন্য তৎকালীন মন্ত্রীর কাছে আবেদন জানিয়ে ছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের কাছে বহুবার জানানো হয়। এরপর ২০২৩ সালের প্রথম দিকে ইন্সপেকশন হয়। পরে রাজ্য সরকারের তরফে রাজ্যের বিভিন্ন জেলায় ৬৮০ টি মাদ্রাসা স্কুলের অনুমোদন দেওয়া হয়। গত নভেম্বর মাসে রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলির অনুমোদন দেওয়া হয়। তার মধ্যে কোচবিহার জেলায় দুটি মাদ্রাসা স্কুল অনুমোদন পেয়েছে বলে জানা গিয়েছে। শনিবার তারই একটি উদ্বোধন হল কোচবিহার ১ নং ব্লকের ডাউয়াগুড়ি ভোজনপুর এলাকায়।
এই বিষয়ে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, এই অঞ্চলে একটি মাদ্রাসা স্কুল তৈরি করার জন্য বহুদিন থেকে এলাকাবাসী আবেদন জানিয়েছেন। এলাকার মানুষ অনেক বার এই আবেদন নিয়ে কলকাতা ছুটে গেছেন। তিনি নিজেরও রাজ্য সরকারের সংখ্যা লঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সঙ্গে কথা বলেন। গত নভেম্বর মাসে রাজ্যের বিভিন্ন জেলায় অনেকগুলি মাদ্রাসাকে অনুমোদন দেয় সংশ্লিষ্ট দফতর। এই এলাকার মাদ্রাসাটির অনুমোদন দেওয়া হয়েছে বলে তাকে জানানো হয়। এদিন সেই মাদ্রাসা স্কুলের শুভ সূচনা হল। এরফলে এলাকার সংখ্যা লঘু সমপ্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা হবে বলে এদিন তিনি জানান।