আমুদরিয়া নিউজ : বন্ধুরা খাটো বলে ঠাট্টা করতো। খর্ব দেহ নিয়ে হীনমান্যতায় ভুগছিলেন বছর তেইশের লিয়ন। তাঁর পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা নিয়ে তিনি ভেবে নিয়েছিলেন, মুখই দেখাতে পারবেন না কাউকে। ২০২৩ সালে লিয়ন ঠিক করেন তিনি উচ্চতা বৃদ্ধির জন্য অস্ত্রোপচার করাবেন। তারপর অস্ত্রোপচার করিয়ে ২০ সেন্টিমিটার বা প্রায় আট ইঞ্চি দৈর্ঘ্য বাড়িয়েছেন লিয়ন। চিকিৎসাশাস্ত্রের ভাষায় এই অস্ত্রোপচারের নাম ‘এল ও এন’। এই পদ্ধতিতে পায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড় কেটে দুভাগ করা হয়। তাঁর পর হাড়ে ধাতব রড বসিয়ে দুই প্রান্ত স্ক্রু দিয়ে জুড়ে দেওয়া হয়। রোজ ধীরে ধীরে এই স্ক্রু ঘুরিয়ে লম্বা করা হয় হাড়। প্রতিদিন প্রায় এক মিলিমিটার করে বৃদ্ধি পায় হাড়ের দৈর্ঘ্য। চিকিৎসার জন্য মাসের মাস বিছানায় কাটাতে হয়েছে লিয়নকে। তবে উচ্চতা বাড়িয়ে তিনি এখন খুশি।
