আমুদরিয়া নিউজ : অষ্ট্রেলিয়ার পিচ সাধারণত যেমন হয়, তেমনই। গতি আর বাউন্সের জয়জয়াকার। তাতে ১৫০ রানে অল আউট ভারত। জবাবে অষ্ট্রেলিয়া নেমে বুমরার আগুনে বোলিংয়ের মুখে ধসে পড়ল শুরুতেই। যোগ্য সঙ্গত করেছেন মহম্মদ সিরাজ আর হর্ষিত রানা।
ফলে, সাত উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান তুলতে পেরেছে আয়োজক দেশ। প্রথম ইনিংসে ভারতের স্কোর টপকাতে আরও ৮৩ রান চাই অষ্ট্রেলিয়ার।