আমুদরিয়া নিউজ ডেস্ক: ভারত টেস্ট সিরিজ় জেতার পর এবার টি২০ সিরিজ় জয়ের দিকে তাকিয়ে রয়েছে। তবে প্রথম ম্যাচ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হিন্দু মহাসভা। এবার সেটাকে আটকাতে কড়া নির্দেশ দিল গোয়ালিয়রের জেলা প্রশাসন। হিন্দু মহাসভার ৬ ও ৭ অক্টোবর দুটো দিন গোয়ালিয়র বন্ধের ডাক দিয়েছে।
এরপাশাপশি গোয়ালিয়রে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ দলের বিরুদ্ধে। এবার ম্যাচগুলো সঠিকভাবে আয়োজন করতে গোয়ালিয়রের প্রশাসন নির্দেশ দিয়েছে সেই দুটো দিন কোনও বিক্ষোভ দেখানো যাবে না। ম্যাচের দিন যাতে কোনও সমস্যা না হয় সেটার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও বিল্ডিংয়ের ২০০ মিটারের মধ্যে কোনও ব্যক্তি দাহ্য পদার্থ, অস্ত্র, কেরোসিন, পেট্রোল বা অ্যাসিড জাতীয় তিনি নিয়ে যেতে পারবেন না। ম্যাচ সঠিকভাবে আয়োজনের জন্য ১৬০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।