আমুদরিয়া নিউজ ডেস্ক: আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপের ৫ দলের মধ্যে চারটিই একটি করে ম্যাচ খেলে ফেলেছে, শ্রীলঙ্কা খেলেছে দুটি ম্যাচ। হেরেছে দুটিতেই। একটি করে জয় পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে, পাকিস্তান তিনে।
ভারত-পাকিস্তানের মেয়েদের টি-টোয়েন্টির মুখোমুখি ইতিহাস অবশ্য আজকের লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছে। এর আগে দল দুটি ১৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১২টিতেই জিতেছে ভারত। পাকিস্তানের ৩টি জয়ের দুটি আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে বিশ্বকাপে ৬ বারের মুখোমুখিতে ৪ বার জিতেছে ভারত। আর বিশ্বকাপে পাকিস্তানের সর্বশেষ জয়টিও সেই ২০১৬ সালে। এবার কি হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে দু দলের সমর্থকরা।