আমুদরিযা নিউজ : বৃষ্টির আশঙ্কা ছিল। বৃষ্টিও শুরু হল শনিবার সকালে। ফলে, অষ্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বায় বৃষ্টির জন্য তৃতীয় টেস্ট শুরু হয়েই থমকে গেল। সকালে মেঘলা আকাশ ছিল। তার মধ্যেই টস হয়েছে। টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। কিন্তু ১৩.২ ওভার খেলা হতেই অঝোরে বৃষ্টি নামে। সে সময় অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ২৮। ম্যাকসুইনি ও খোওয়াজা তখন পিচে।