আমুদরিয়া নিউজ : বৃষ্টির জেরে বন্ধ হল ভারত-অষ্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ। ফলে ড্র হয়ে গেল। ৫ টেস্টের সিরিজ হল ১-১। এখন আগামী দুটি টেস্টের লড়াই আরও চিত্তাকর্ষক হতে পারে। কারণ উভয়েরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য জেতা ছাড়া উপায় নেই।
এদিন অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার খেলে ৭ উইকেটে ৮৯ তুলে ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ২.১ ওভারে বিনা উইকেটে ৮ রান তুলেছিল।