স্ত্রী ২, ভুলভুলাইয়া ৩ ও পুষ্পা ২ এর বদলে প্রহেলিকা, রাত জাগা ফুল
এ সপ্তাহে বাংলদেশের দুটি সিনেমা ভারতে মুক্তি পাবে। একটি হল রাত জাগা ফুল। আরেকটির নাম প্রহেলিকা।
পক্ষান্তরে, ভারতের তিনটি সিনেমা রিলিজ হবে বাংলাদেশে। সেগুলো হল, স্ত্রী ২, ভুলভুলাইয়া ৩ ও পুষ্পা ২।
আগামীকাল, ২৫ অক্টোবর মুক্তি পাবে বলিউডের ব্যবসা সফল সিনেমা ‘স্ত্রী টু’। আমদানি প্রক্রিয়ায় ভারতের স্ত্রী টু ছবির পরিবর্তে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে প্রহেলিকা।
এর পরে ১ নভেম্বর মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাটি। বাংলাদেশের ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে সিনেমাটি যাচ্ছে। অ্যাকশনে জমজমাট সিনেমা পুষ্পা টু বাংমলাদেশে ৬ ডিসেম্বর মুক্তি পাবে।
আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এই সিনেমা মুক্তির পরপরই পুষ্পা টু সিনেমা মুক্তি পাবে সে দেশে।
ভুলভুলাইয়া ৩
দিওয়ালি উপলক্ষে ‘ভুলভুলাইয়া ৩ ছবিটি আগামী ১ নভেম্বর ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাবে। ছবির টিজারে বাজিমাত করেছে কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি অভিনীত ছবিটি। ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে ‘মঞ্জুলিকা’র বেশে বিদ্যা বালান বিনোদন দিয়েছেন দর্শকদের। এর দ্বিতীয় সিক্যুয়েলে ছিলেন না অভিনেত্রী। তবে ‘ভুলভুলাইয়া ৩’-এ আবার ‘মঞ্জুলিকা’র বেশে সবাইকে ভয় দেখাতে আসছেন বিদ্যা। সিনেমায় মাধুরী দীক্ষিতকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
পুষ্পা টু
ভারতের বহুল আলোচিত সিনেমা পুষ্পা টু। সুকুমার পরিচালিত সিনেমাটির ফার্স্ট লুক সামনে আসার পরে দর্শকরা আলোড়িত। মুক্তির আগেই ১ হাজার কোটি টাকা নাকি আয় করেছে সেটি। ধারণা করা হচ্ছে, আগামী ৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরপরই ভারতীয় সিনেমার সব রেকর্ড ভেঙে ফেলবে। এই সিনেমার একটি আইটেম গানে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে।
স্ত্রী টু
ভারতে ১৫ আগস্ট মুক্তি পায় স্ত্রী সিনেমার সিক্যুয়াল স্ত্রী টু। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত সিনেমাটি। ৬০ কোটি টাকার বাজেটের ছবিটি এরই মধ্যে আয় করেছে ৮৭১ কোটি টাকার উপরে। অমর কৌশিক পরিচালিত সিনেমাটিতে শ্রদ্ধা ও রাজকুমার রাওয়ের পাশাপাশি পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপরাশক্তি খুরানা এবং দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার।