আমুদরিয়া নিউজ : ভারত যে জিততে চলেছে তা সকালে বাংলাদেশের ব্য়াটারদের উইকেট ঘনঘন পড়া থেকেই স্পষ্ট হযে গিয়েছিল। বাংলাদেশ সব উইকেট হারিয়ে ভারতকে ৯৫ রানের লক্ষ্য দিয়েছিল। সেই রান ১৭ ওভার ২ বলে ৩ উইকেটে করেছে ভারত। পিচে অপরাজিত ছিলেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ।
