আমুদরিয়া নিউজ : ভারত ও চিন, দু দেশের সীমান্ত বাহিনী আগের মতোই সীমান্তে পাহারাদারি করবে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছে। তাই ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের আগে দুই দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী যেভাবে সীমান্তে নজরদারি করত, তারা আবার তা করতে পারবে।
এই চুক্তির ফলে সীমান্ত থেকে সেনার সংখ্যাও কমাতে পারবে দুই দেশ। দু দেশের মধ্যে যাতে সীমান্তে সংঘর্ষের পরিবেশ না তৈরি হয় উভয়পক্ষ খেয়াল রাখবে।