আমুদরিয়া নিউজ : কানাডা ভারতের দিকে নানা অভিযোগের তির ছুঁড়ে্ বাজার গরমের চেষ্টা করছে। অথচ, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কয়েক বছর আগেই বিশনই গ্যাংয়ের সদস্য, যারা কানাড়ায় লুকিয়ে রয়েছে, তাদের ভারতের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কানাডাকে। কদিন আগেও অনুরোধ জানানো হয়। কিন্তু জবাব মেলেনি।
বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, গুরজিত সিংহ, গুরজিন্দর সিংহ, অর্শদীপ সিংহ গিল, লখবীর সিংহ লান্ডা এবং গুরপ্রীত সিংহকে ভারতের পুলিশের তুলে দেওয়ার অনুরোধ জানানো হয়। ওই তালিকায় বিশনই গ্যাংয়ের সদস্যেরাও রয়েছেন।