আমুদরিয়া নিউজ : এককালে ভারত পাক ম্যাচ মানেই ছিল টান টান উত্তেজনা। দুই পক্ষের সমর্থকদের মনেই একটা ভয় ও উত্তেজনার অনুভূতি। কিন্তু বিগত কয়েক বছরে এক তরফা খেলার প্রভাবের জেরে সেই উত্তেজনা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। রবিবারের ম্যাচেও একই দৃশ্য দেখা গেল। ৪৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে পাকিস্তানকে হারাল ভারতীয় দল। শুধু ম্যাচে জেতার আনন্দই নয়, মাঠে কিং কোহলির শতরানের ম্যাজিকে মুগ্ধ সকলেই। ভারতের বোলারদের দাপটও এদিন বজায় ছিল। ম্যাচে পাকিস্তান দল করেছিল ২৪১ রান। বিপরীতে ২৪৪ রান তুলে সহজ পায় ভারত।
