আমুদরিয়া নিউজ: বিশ্বে সবচেয়ে বেশি গরিব মানুষ থাকেন ভারতে। রাষ্ট্রসঙ্ঘের এক প্রতিবেদন, মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স-এ দাবি করা হযেছে, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোয় ৪৫ কোটি ৫০ লক্ষ গরিব মানুষের বসবাস।
দুনিয়ার ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের দীর্ঘ গবেষমা, সমীক্ষা চালিয়েছে ইউএনডিপি। তাতে উঠে এসেছে পৃথিবীতে সবচেয়ে বেশি গরিব মানুষ থাকেন ভারতে। ভারতের ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ২৩ কোটি ৪০ লক্ষই খুবই গরিব। এর পরেই রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া ও কঙ্গো।