আমুদরিয়া নিউজ : নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরেছে ভারত। কিন্তু, হোযাইট ওয়াশ হওয়ার হাত থেকে বাঁচার আশা দেখাচ্ছেন স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্জের রান ৯ উইকেটে ১৭১। তারা ১৪৩ রানে এগিয়ে। আগামীকাল, সকালে এক উইকেট পতনের আগে কত রান ওঠে সেটাই দেখার। তার পরে ভারত স্পিনের পিচে জিততে পারে কি না সেটাই দেখার।