আমুদরিয়া নিউজ : ইংল্যান্ডকে হারিয়ে চলতি মহিলা অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতীয় দল। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড একসময় ২ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলে ফেলে। তারা দেড়শো রানের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে তার পরেই ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। শেষমেশ তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১৩ রানে গুটিয়ে পড়ে। চলতি বিশ্বকাপে এই প্রথমবার কোনও দল ভারতের বিপক্ষ ১০০-র অধিক রান করল।
ব্যাট করতে নেমে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করেন জি কমলিনী। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন। ২৯ বলে ৩৫ রান করে আউট হন গঙ্গাদি তৃষা। সনিকা চালকে ১২ বলে ১১ রান করে নট-আউট থাকেন। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন ফোবি ব্রেট। ম্যাচের সেরা হন পারুনিকা সিসোদিয়া।