আমুদরিয়া নিউজ ডেস্ক : এশিয়ার তৃতীয় শক্তিশালী রাষ্ট্র এখন ভারত। দখল করল জাপানের জায়গা। ২৭টি দেশ নিয়ে ‘এশীয় শক্তি সূচক’ তালিকা প্রকাশ করেছে একটি সংস্থা। সেই সংস্থার প্রকাশ করা তালিকা নিয়ে উচ্ছ্বসিত মোদী সরকার। সরকারের দাবি, দেশের গতিশীল বৃদ্ধি, যুব জনসংখ্যা এবং অর্থনৈতিক সাফল্যই এর মূল কারণ। সামরিক ক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব-সহ আটটি ক্ষেত্র যাচাই করে তালিকা তৈরি করেছে সংস্থাটি।
কেন্দ্রের দাবি, করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশে বেড়েছে। জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে দেশের জিডিপিও বৃদ্ধি পেয়েছে। ভারতের যুব সম্প্রদায়ের জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। যাঁদের ভবিষ্যতের শক্তিশালী সম্পদ বলে মনে করছে নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রের আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরে প্রভূত উন্নতি করেছে। বহু ক্ষেত্রে ভারতের নিরপেক্ষ অবস্থান দেশকে শক্তিশালী করে তুলেছে। ওই তালিকা অনুযায়ী, সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তারপরই উঠে এসেছে ভারত। চতুর্থ স্থানে নেমে গিয়েছে জাপান। ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ রয়েছে যথাক্রমে ১৬ ও ২০ নম্বর স্থানে।