আমুদরিয়া নিউজ : ব্রিসবেন টেস্ট ড্র হলেও ভারতীয ক্রিকেট দলের রক্তচাপ কমছে না। কারণ, বিশ্ব টেস্ট ক্রিটে চ্যাম্পিয়শিপের ফাইনালে যেতে হলে ভারতীয় দলকে বাকি দুটি টেস্টে জিততেই হবে। অথবা ড্র থাকলে কিংবা একটি জিতলে নানা অঙ্ক কষে অন্য দলগুলির জয় পরাজয়ের উপরে নির্ভর করতে হবে। সব মিলিয়ে পরিস্থিতি ভীষণ কঠিন।