আমুদরিয়া নিউজ : শহরের এক সিনেমা হলে টিকিট কাউন্টারে এক যুবক জিজ্ঞাসা করে, একটা ভারত পাকিস্তানের টিকিট হবে? পাশে দাড়িয়ে থাকা দুই বান্ধবি শুনে বলে, এটা কোন মুভি দাদা? রবিরার দুপুরে সারা বাংলা জুড়ে পিভিআর-আইনক্সে লাইভ স্ট্রিমিং হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। তার জন্যই অগ্রিম টিকিট বুকিং শনিবার থেকে। এর আগেও হলে টি২০ ম্যাচ দেখানো হয়েছিল। তবে ২০ ওভারের ম্যাচ ৪ ঘণ্টা ধরে সিনেমা হলে দেখা গেলেও, ৫০ ওভারের ম্যাচ ৯ ঘণ্টা ধরে দেখতে কজন আসবে তা সঠিকভাবে বোঝা যাচ্ছে না।
