আমুদরিয়া নিউজ : ইউ এস সিআই আর এফ অর্থাৎ ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম থেকে প্রতি বছর একটি করে রিপোর্ট পেশ করে। রিপোর্টের বিষয়বস্তু, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে নাগরিকদের নিজ নিজ ধর্মাচরণে কতটা স্বাধীনতা রয়েছে। সম্প্রতি প্রকাশিত এই রিপোর্টে বলা হয়, ভারতবর্ষে নাগরিকদের ধর্মীয়স্বাধীনতার লঙ্ঘন ঘটেছে। বিভিন্ন ধর্মের মানুষদের স্বাধীনভাবে ধর্মাচরণের ক্ষেত্রে ভারতবর্ষ হয়ে উঠছে বিপজ্জনক। কয়েকটি নির্দিষ্ট ধর্মের ভাবধারা এবং তাদের ধর্মীয় স্থানকে ধ্বংস করা হচ্ছে ।
বিদেশমন্ত্রী জয়শঙ্কর এই রিপোর্টের তীব্র নিন্দা করেছেন, তিনি বলেছেন এটি একটি পলিটিকাল এজেন্ডা নিয়ে কাজ করে। তাই বিদ্বেষভাবকে উস্কে দেওয়া হয়েছে সেই রাজনৈতিক স্বার্থে।