আমুদরিয়া নিউজ : যুদ্ধবিধ্বস্ত লেবানন। এবার সেই দেশের পাশে সাহায্যের হাত বাড়িযে দিল ভারত। ভারত থেকে পাঠানো হল ত্রাণ।
সংবাদ সংস্থা জানাচ্ছে, প্রথম দফায প্রায় ১২ টন ওষুধ-পথ্য পাঠানো হয়েছে লেবাননে। মন্ত্রকের বিদেশ মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে, ভারতের তরফে লেবাননে ত্রাণ পাঠিয়েছে। মোট ৩৩ টন ওষুধ পাঠানো হবে। প্রথম দফায় পাঠানো শেষ হয়েছে।