আমুদরিয়া নিউজ : আমেরিকায় যে প্রায় ২০ হাজার নথিপত্রহীন অভিবাসী ভারতীয় রয়েছেন, তাঁদের দেশে ফেরাতে ভারতের অসুবিধে নেই বলে জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তা জানিয়ে দিয়েছেন। তবে জয়শঙ্কর জানান, যাঁরা বৈধভাবে আমেরিকা যেতে চান, তাঁদের ভিসা পেতে অনেকটা অপেক্ষায় থাকতে হয়। বৈধ উপায়ে ভিসা পেতে সাধারণ নাগরিকদের এত সময় লাগলে সম্পর্ক ঠিক থাকে না। এতে ব্যবসা–বাণিজ্য ও পর্যটন সহ সব কিছুতেই প্রভাব পড়ে।
