আমুদরিয়া নিউজ : প্যালেস্টাইনের যে অংশ ১৯৬৭ সাল থেকে ইজয়ারেল দখল করে রেখেছে তা ছেড়ে দেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে পেশ হওয়া প্রস্তাবকে সমর্থন করেছে ভারত। ১৯৩টি দেশ ওই সাধারণ সবার সদস্য। ভোটাভুটিতে ১৫৭টি দেশ ইজরায়েলকে অধিকৃত এলাকা ছেড়ে দিতে হবে বলে যে প্রস্তাব পেশ হয়েছে তা সমর্থন করেছে। সেই সমর্থনকারী দেশের মধ্যে অন্যতম হল ভারত। মনে রাখতে হবে, প্যালেস্টাইন পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পরে আরব দুনিয়ার বাইরে যে দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল সেটি হল ভারত। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়ে ভারত প্যালেস্টাইনের সঙ্গে দীর্ঘমেয়াদী সেই সম্পর্ককে যেন জোরদার করল।
তবে ভোটাভুটির সময়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, ইজরায়েল, মাইক্রোনেশিয়া, নউওয়ারু, পালাউ, পাপুয়া নিউ গিনি এবং আমেরিকা। ভোটদানে বিরত থেকেছে প্যারাগুয়ে, ক্যামেরুন, ইকুয়েডর, জর্জিয়া, ইউক্রেন ও উরুগুয়ে।