আমুদরিয়া নিউজ : সব ঠিক থাকলে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন হতে চলেছে। ভারত সম্প্রতি সম্প্রতি একাধিক নতুন মহাকাশ প্রকল্পের বিষয়ে নাসার সঙ্গে কাজ করার প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। তা নিয়ে দু তরফের সইসাবুদও হয়ে গিয়েছে।
একটি নতুন রকেট পাঠানোর কথা হচ্ছে। চাঁদ এবং শুক্র মিশন হবে বলেও প্রকল্প শুরু হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা গগনযান মানব মহাকাশযান কর্মসূচির কথা ঘোষণা করেছে। তার অধীনে চারটি মিশন এবং ২০২৮ সালের মধ্যে ভারতের প্রথম মহাকাশ স্টেশন, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন-১ এর প্রযুক্তিগত দিক পরীক্ষার জন্য চারটি মিশনের অনুমোদন দিয়েছে। ইসরো বহুদিন ধরেই নাসার সঙ্গে একযোগে একাধিক প্রকল্পের কাজ করছে।