আমুদরিয়া নিউজ : সম্প্রতি বিশ্বব্যাঙ্ক পাকিস্তানকে ১০০ কোটি ডলার বরাদ্দ করেছে। তা নিয়ে ঘটা করে নানা মিডিয়ায় প্রচার হয়েছে। রবিবার জম্মু কাশ্মীরে ভোটের প্রচারে গিয়ে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, পাকিস্তান যদি বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে তা হলে ভারতের কাছ থেকে এর থেকে বেশি টাকা পেত।
এর পরে কেন্দ্র এখন কাশ্মীরে কি বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করে উন্নয়ন করছে সে কথা জানান। তিনি অভিযোগ করেন, কাশ্মীরের পাকিস্তানও দুরভিসন্ধিমূলক কাজে টাকা দিয়ে মদত দিচ্ছে।