আমুদরিয়া নিউজ : আমেরিকার সানফ্রানসিস্কোয় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্মীর। তাঁর নাম সুচির বালাজি। প্রায় ৪ বছর ওপেন এআই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সুচির। সম্প্রতি তিনি ওপেনএআই সংস্থার বিরুদ্ধে কপি রাইট লঙ্ঘন সংক্রান্ত অভিযোগে সরব হয়েছিলেন। স্যানফ্রান্সিস্কোর একটি ফ্ল্যাটে থাকতেন সুচির।
সেই ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় সুচিরের তিন মাস আগেই সুচির অভিযোগ করেছিলেন, আমেরিকার কপিরাইট লঙ্ঘন করে চ্যাটজিপিটি তৈরি করেছিল ওপেন এআই।