আমুদরিয়া নিউজ ডেস্ক: কদিন আগেই ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের বেশির ভাগ সদস্য প্রস্তাব গ্রহণ করেছেন। সে সমযে ভোটাভুটি থেকে বিরত ছিল ভারত। তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কিন্তু আমেরিকায় কাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকায় তিন দিনের সফরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকটি বিশ্ব নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোমবার এক্স-এ একটি পোস্টে বলেছেন, প্যালেস্টাইনের প্রতি ভারতের যে অনুভূতি আগে ছিল, এখনও তাই আছে। প্যালেস্টাইনের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও জোরদার করার বিষয়ে মত বিনিময় করেছেন বলে মোদীও তাঁর এক্স হ্যান্ডে জানান।
কদিন আগে রাষ্ট্রসঙ্ঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাবটি গৃহীত হয়েছে। ১২৪টি দেশ পক্ষে ভোট দিয়েছে, ১৪টি বিপক্ষে এবং ৪৩টি দেশ ভোটগ্রহণে অংশ নেয়নি। তার মধ্যে ভারতও আছে।
প্রায় এক বছর ধরে ইসরায়েল ও জঙ্গি সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পর সংঘর্ষ শুরু হয়। কমপক্ষে ১২০০ জন নিহত এবং বেশ কয়েকজনকে কিডন্যাপ করে হামাস।। হামাসের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪১ হাজারের বেশি প্যালেস্টাইনের নাগরিক নিহত হয়েছেন।