আমুদরিয়া নিউজ : ভারতীয়দের জন্য এক গর্বের খবর! ভারতের মহিলা বিজ্ঞানী শুভা টোলে ইন্টারন্যাশনাল ব্রেন রিসার্চ অর্গানাইজেশনের (আই এম বি আর ও) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। তিনিই কোনও উন্নয়নশীল দেশের প্রথম বিজ্ঞানী যিনি ওই শীর্ষ পদে নিযুক্ত হলেন। আই বি আর ও-এর পরিচালন কাউন্সিল বিশ্বব্যাপী ৫৭টি দেশের বিজ্ঞানীদের সংগঠন এবং ফেডারেশনের প্রতিনিধিত্ব করে। এটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে তার বার্ষিক সমাবেশে নতুন পদাধিকারীদের নির্বাচিত করেছে। মিসেস টোল, যিনি বর্তমানে মুম্বইয়ের প্রধান বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এ স্নাতক অধ্যয়নের ডিন হিসেবে কাজ করছেন, তাঁকে নির্বাচিত করা হয়েছে ওি সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে। ইন্টারন্যাশনাল ব্রেইন রিসার্চ অর্গানাইজেশন হল স্নায়ুবিজ্ঞান সংস্থাগুলির একটি বিশ্বব্যাপী ফেডারেশন যা প্রশিক্ষণ, শিক্ষাদান, সহযোগিতামূলক গবেষণা এবং প্রচারের মাধ্যমে সারা বিশ্বে নিউরো সায়েন্সকে প্রচার ও সমর্থন করে।
