আমুদরিয়া নিউজ : আমেরিকার এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় ছাত্রী নীলম শিণ্ডে। তাঁর বাড়ি মুম্বইতে। তাঁর পরিবার ভারত সরকারের কাছে দ্রুত ভিসার আবেদন জানিয়েছে। তরুণীর কাকা জানান, তাঁর হাত ও পা ভেঙে গিয়েছে, মাথাতেও গভীর আঘাত লেগেছে। চিন্তিত ও হতাশাগ্রস্ত তাঁর পরিবার।
