আমুদরিয়া নিউজ : আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে ২৭ বছর বয়সী এক ভারতীয় ছাত্র প্রবীণ কুমার গাম্পাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। তিনি তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার বাসিন্দা এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের ডেটা সায়েন্সে দ্বিতীয় বর্ষের এমএস-এর ছাত্র ছিলেন। ২০২৫ এ চাকরিতে যোগ দিতে আমেরিকা যান তিনি। জানা গিয়েছে, স্থানীয় দোকানে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ডাকাত তাঁকে গুলি করে হত্যা করেছে। ঘটনার তদন্ত করছে মার্কিন পুলিশ।