আমুদরিয়া নিউজ : এতদিন আমেরিকায় পড়তে যাওয়া বিদেশি ছাত্রছাত্রীদের মধ্যে সবচেযে বেশি সংখ্যক ছিলেন চিনারা। চলতি বছরে চিনকে টেক্কা দিয়ে সেই জায়গা দখল করেছে ভারত। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ও ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনের যৌথ সমীক্ষার রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
তাতে দেখা গিয়েছে, আমেরিকায় বর্তমানে যে বিদেশি পড়ুয়া রয়েছে তাঁদের মধ্যে ২৯ শতাংশ ভারতীয়। চিনের পড়ুয়ার সংখ্যা সে দেশে ২২ শতাংশ। গত বছরের হিসেবে আমেরিকায় ভারতীয় ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৩ লক্ষ জন। ভারতীয় পড়ুয়াদের অনেকেরই গন্তব্য যে এখন আমেরিকা সেটাই যেন পরিসংখ্যানও বুঝিয়ে দিল।