আমুদরিয়া নিউজ: এক মিনিটে ৫৭ টি চলন্ত ফ্যান জিভ দিয়ে থামিয়ে গিনেস তালিকায় নাম লেখালেন তেলেঙ্গানার ক্রান্তি কুমার পানিকেরা। সাহসিকতার জন্য বিখ্যাত এই ব্যাক্তির একটি ভিডিও শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাদের ইন্সটাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে লাইন করে রাখা ৫৭ টি ফ্যান জিভের সাহায্যে বেশ নিখুঁতভাবে বন্ধ করে দিতে পারেন পাণিকেরা।
