আমুদরিয়া নিউজ : বাংলাদেশে পালাবদলের পর থেকে হট্টগোল চলছে। সংখ্যালঘু সম্প্রদাযের উপরে হামলার অভিযোগ ক্রমশ বাড়ছে সে দেশে। এই অবস্থায়, ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে ভারতের বিদেশ সচিবের বিমান। তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ দফতরের অন্যতম প্রতিনিধি ইশরাত জাহান। আজই বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে তাঁর।
গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তার পরে এই প্রথমবার দিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক হতে চলেছে। ফলে, গোটা দুনিয়ার নজরই এখন দু-দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকের দিকে।