আমুদরিয়া নিউজঃ ডাকঘর, তাও আবার ভাসমান! এমনই এক ভাসমান ডাকঘর আছে ভারতের শ্রীনগরে। প্রখ্যাত ডাল লেকে রয়েছে নান্দনিক এই ভাসমান ডাকঘর। এটি ডাল লেক পোষ্ট অফিস নামে পরিচিত। ভাসমান এই ডাকঘরটি একটি হাউস বোটে সুসজ্জিত। এই ভাসমান পোস্ট অফিসে চিঠি, পার্সেল পাঠানো এবং ডাক টিকিট বিক্রি ইত্যাদি ডাক পরিষেবা প্রদান করা হয়। এর পাশাপাশি এখানে কাশ্মীরের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত ডাক টিকিট ও উপহার সামগ্রী পাওয়া যায়।
কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের জন্য আকর্ষনের অন্যতম শ্রীনগরের এই ভাসমান ডাকঘর। কাশ্মীরের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই ভাসমান ডাকঘর এক অন্যরকম অভিজ্ঞতা প্রদান করে, যা বিশ্বের আর অন্য কোথাও দেখা যায় না। যা দেখতে ভিড় জমায় দেশ-বিদেশের পর্যটকরা। কাশ্মীর ভ্রমণে গেলে একবার অবশ্যই ঢু মেরে আসতে পারেন এই ভাসমান ডাকঘরে।