আমুদরিয়া নিউজ : হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি অভিয়োগ ছিল। তা অনেকটা আড়ালে চলে গিযেছে। এবার ফের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ গৌতম আদানির বিরুদ্ধে । ভারতের সৌর প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । এতে নাম জড়িয়েছে তাঁর ভাগ্নে সাগর আদানিরও।
অভিযোগ অনুসারে, এই মামলায় আদানি গ্রিন এনার্জি লিমিটেড এবং অন্য একটি ফার্মের জন্য ১২ গিগাওয়াট সৌরশক্তির বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যার বর্তমান অর্থমূল্য ২২০০ কোটি টাকারও বেশি।
রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওই অভিযোগ তুলেছে। আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছে তারাই। সহকারি অ্যাটর্নি জেনারেল লিসা মিলারের অভিযোগ, আদানি এবং তাঁর সহযোগীরা দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের খরচে রাষ্ট্রীয় শক্তি সরবরাহের বড় চুক্তি হাতে চেয়েছিলেন।
তবে সাগর আদানির আইনজীবী শন হেকার এখনও কোনও মন্তব্য করেননি। আদানি গ্রুপ থেকে ৮ হাজার ৫০০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক। আদানি শিল্পগোষ্ঠীর ভারত ও বিদেশে সমুদ্রবন্দর, কয়লাখনি, বিমানবন্দর পরিচালনা, জ্বালানি সহ নানাবিধ ব্যবসা আছে।