আমুদরিয়া ডেস্ক: মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে ১৪ রানে পরাস্ত হয় দিল্লি ক্যাপিটালস। ম্যাচের শেষে মাঠে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। কেকেআরের রিঙ্কু সিংকে চড় মারেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। এই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। কুলদীপ হয়তো মজার ছলেই রিঙ্কুকে চড় মেরেছিলেন। কিন্তু রিঙ্কু বিষয়টিতে হতবাক হয়ে যান।
ঠিক কী হয়েছিল মাঠে? গতকাল ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটাররা মাঠের ধারে হাসিমুখে গল্প করছিলেন। সেখানে হঠাৎ করেই রিঙ্কুর গালে সপাটে এক চড় কষিয়ে দেন। ভ্যাবাচ্যাকা খেয়ে যান রিঙ্কু। কুলদীপকে উদ্দেশ করে রিঙ্কুকে কিছু বলতে দেখা যায়। বিষয়টি যে তিনি ভালোভাবে নেননি তা বোঝা যায়। কুলদীপ কেন রিঙ্কুকে চড় মেরেছেন, তার সঠিক কারণ জানা যায়নি। তবে এই ঘটনায় শ্রীসন্থ-হরভজনের ‘স্ল্যাপগেট’ কাণ্ডেরই যেন পুনরাবৃত্তি দেখা গেল। ২০০৮ সালে, আইপিএলের প্রথম মরশুমে পাঞ্জাবের শ্রীসন্থকে চড় মেরেছিলেন মুম্বইয়ের হরভজন সিং। এই ঘটনার জন্য হরভজনকে নির্বাসিত করা হয়েছিল।