আমুদড়িয়া নিউজ: সৌদি আরবে রবিবার আইপিএলের মেগা অকশন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যানজাইটি ক্রিকেট লিগ আইপিএল তারই মেগা নিলামের আসরে বসছে আরবের জেড্ডায়। দুদিন ধরে চলবে এই নিলাম রবি ও সোম অর্থাৎ ২৪ এবং ২৫ শে নভেম্বর। ভারতীয় সময় অনুযায়ী দুপুর তিনটেই শুরু হবে নিলাম বর্তমানে যার দিকে চোখ রয়েছে সকল ক্রিকেটপ্রেমীদের। ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে অংশ নেবেন। মোট ৬৪১.৫ কোটি টাকা খরচ করতে পারবে দশটি দল।
তবে পার্সে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নামবে পাঞ্জাব কিং ১১০. ৫০ কোটি। এবার মোট ১২ জন মাল্টিপ্লেয়ার আছেন ভারতীয় এবং বিদেশি মিলিয়ে।