আমুদরিয়া নিউজ : হিজবুল্লাহ নেতাদের হত্যার বদলা নিতে এবার ইরান অন্তত ২০০টি মিসাইল দিয়ে হামলা চালাল ইসরায়েলের উপরে। মঙ্গলবার রাতে ওই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, যুদ্ধ যে ক্রমশ মধ্য প্রাচ্যের দিকে ছড়াবে তা স্পষ্ট করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, এর মূল্য ইরানকে চোকাতে হবে। সংবাদ সংস্থা সূত্রের খবর. ওই রাতে ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলেও তার অনেকগুলিই আকাশে ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল। যাতে সহযোগিতা করেছে মার্কিন নৌবাহিনী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তাঁরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছেন, সেটাই বলবৎ থাকবে। তাঁদের ওপর আক্রমণ চালালে পাল্টা আক্রমণ হবে।
ইরানের সেনাবাহিনীর ইরান রেভোলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তারা প্রায় ২০০টি মিসাইল ইসরায়েলের দিকে ছুঁড়েছে। ইরান আগেই হুমকি দিয়েছিল, হিজবুল্লা নেতাদের ওপরে হামলার ঘটনায় তারা চুপ করে বসে থাকবে না।