আমুদরিয়া নিউজ : জল যুদ্ধ এখন আফগানিস্তান ও ইরানের মধ্যেও। ইরানের প্রতিবেশী আফগানিস্তানে একটি নদীতে বাঁধ নির্মাণ হচ্ছে। তার প্রতিবাদ করেছে ইরান। কারণ নদীটি দু-দেশের মধ্যে দিয়ে বইছে। নদীর নাম হারিরুদ। আফগান অংশে ‘পাশদান অংশে বাঁধটি হচ্ছে। ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বাঁধের কারণে নদীর নিম্নগতিতে জলের প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। আফগানিস্তান এখনও এই প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি।
