আমুদরিয়া নিউজ : ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার আগেই ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর শপথ গ্রহণের তিনদিন আগে ইরানের সঙ্গে মস্কো কৌশলগত চুক্তি সইয়ের কথা ঘোষণা করল। শুক্রবার রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সে দেশের সংবাদ সংস্থা জানিয়েছে, ওই চুক্তিতে বাণিজ্যিক ও সামরিকক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো রয়েছে।
গত বছর ইরান উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ব্রিকস ব্লকে যোগ দেয়। গত জুনে পিয়ংইয়ংয়ে এক শীর্ষ সম্মেলন শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের চুক্তি সই হয়। চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে এক দেশ অপর দেশকে সহায়তা করবে বলে লেখা হয়েছে।