আমুদরিয়া নিউজ : ইজরাযেল ও হামাসের যুদ্ধ ক্রমশ বড় আকার নেওযার দিকে যাচ্ছে। রবিবার ইরান হুঁশিয়ারি দিয়েছে, তারা আত্মরক্ষার জন্য যা যা করণীয় করবে। ইরানের মিত্রশক্তি হিজবুল্লাহ আরও এক ধাপ এগিয়ে ইজরায়েলের অন্তত ৪টি এলাকা থেকে জনতাকে সরে যেতে বলেছে। তারা ওই এলাকায় আকাশপথে হামলা চালানোর ছক কষেছে।
ইজরায়েলও লেবাননের আরও দুটি এলাকা থেকে সাধারণ বাসিন্দাদের সরে যেতে বলেছে। ইরান সরাসরি ইজরায়েলে ফের হামলা চালালেই মধ্য প্রাচ্যে যুদ্ধ বড়আ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।