আমুদরিয়া নিউজ : ইউনিয়ন কমিউনিকেশন্স মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন যে, স্টারলিঙ্ক, অ্যামেরিকান বিলিয়নেয়ার ইলন মাস্ক যার মালিক, যদি সুরক্ষার প্রশ্নে সবকিছু পূর্ণ করতে পারেন তাহলে লাইসেন্স বা ছাড়পত্র দেয়া হতে পারে।
“ছাড়পত্র দিতে আমরা অত্যন্ত খুশি হবো যদি তাঁর কোম্পানি, স্টারলিঙ্ক, সবকিছু পূরণ করে। সম্পূর্ণ সুরক্ষার বিষয়ে আপনাদের পুরোপুরি বিশ্বস্ত থাকতে হবে। তাঁরা যদি তা করতে পারেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হবো। অবশ্যই তাঁরা সেসব নিয়েই কাজ করছেন।” সিন্ধিয়া সংবাদমাধ্যমকে ব্রিফ করেন।
প্রসঙ্গত, ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতীয় টেলিকম মার্কেটে আসার উদ্যোগ নিয়েছে।নয়া দিল্লি প্রশাসনিকভাবে স্যাটেলাইট ব্রডব্যান্ড স্পেকট্রাম ইলন মাস্কের কোম্পানি স্টারলিঙ্ককে বরাত দিতে চলেছে।ভারতীয় স্যাটেলাইট ইন্টারনেট বাজার ২০৩০ সালের মধ্যে ১.৯ বিলিয়ন ইউএসডির লক্ষ্যমাত্রা রেখেছে।