আমুদরিয়া নিউজ : তরুণী রিপোর্টার এক তরুণকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার ভেতর কী ট্যালেন্ট আছে ? তরুণ বলল, বললে আপনি খারাপ পাবেন না তো ? অভয় দিলে বলতে পারি। রিপোর্টার বললেন, অভয় দিলাম। বলুন। তরুণ বলল, আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। রিপোর্টার বেশ লজ্জা পেলেন। হেসে তরুণকে বললেন, সে তো ঠিক আছে। আপনার ট্যালেন্ট কী ? তরুণ এবার সহাস্যে বললেন, মিথ্যে কথা বলা। এই মজার ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, সত্যি কথা বললে ফ্লার্ট করা সম্ভব না।
