আমুদরিয়া নিউজ: দক্ষিণ মহাসাগরের গভীরতা থেকে আসা রহস্যময় শব্দ বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। বিজ্ঞানীদের গবেষণা অনুসারে, অদ্ভুত শব্দগুলো অজ্ঞাত প্রাণীদের মধ্যে কথোপকথন হতে পারে। শব্দগুলো কখনোই চূড়ান্তভাবে শনাক্ত করা যায়নি।
সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার আশেপাশের অন্যান্য অঞ্চলেও প্রায়ই এইরকম আওয়াজ শোনা যায়। আপাতত, আওয়াজগুলো একটি বিশেষ প্রজাতির তিমির বলেই অনুমান করা হয়েছে।