আমুদরিয়া নিউজ : দুদিন ব্যাপী ৯৮ তম কারিশাল একরামিয়া ও ১৭ তম শাহ সুফি জিয়ায়ুল হক রহমতের বার্ষিক ইসালে সওয়াব অনুষ্ঠিত হল কোচবিহারে। কোচবিহার টাকা গাছ-রাজার হাট গ্রাম পঞ্চায়েতের কারিশাল মাজার শরীফে বুধবার থেকে বার্ষিক ইসালে সওয়াব ও মেলা শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে পবিত্র দোয়ার মধ্যে দিয়ে এই মেলা সমাপ্ত হয়। উওরবঙ্গের অনেক জেলা থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই ইসালে সওয়াবে আসেন। এই উপলক্ষে সেজে উঠেছে মাজার শরীফ। মাজার সংলগ্ন মাঠে বসেছে বিশাল মেলা। হরেকরকম দোকান বসেছে পসরা মেলে। জাতি ধর্ম নির্বিশেষে আশপাশের এলাকার মানুষ কারিশালের মেলায় ভিড় জমিয়েছে।
