আইসিস এবং আল কায়দা মিলে বড় হামলার ছক কষছে, আশঙ্কা ব্রিটেনের
আমুদরিয়া নিউজ : ইসলামিক স্টেটস এবং আল কায়দা একজোট হয়ে ইউরোপে বড় মাপের হামলার ছক কষছে বলে আশঙ্কা প্রকাশ করলেন ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থা এণ আই ১৫-এর প্রধান কেন ম্যাকুলাম। মঙ্গলবার তিনি এই আশঙ্কা জানিয়েছেন। তাঁর সন্দেহ, ওই দুটি জঙ্গি সংস্থা এবার শিশুদের ও ইন্টারনেট ব্যবহারীকারীদের হাতিয়ার করে হামলার ছক কষেছে। তাঁর সন্দেহ, গত তিন বছরে ওই দুটি জঙ্গি গোষ্ঠী একজোট হয়ে ছক কষে বড় নাশকতার ষড়যন্ত্র করছে।